রহমত নিউজ 12 July, 2025 12:57 PM
জাতীয় যুবশক্তির উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের আত্মত্যাগকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে জাতীয় যুবশক্তির নিজ কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
সেমিনারে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর বর্ণনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন আলেম সমাজের প্রতিনিধিরা।
যুবশক্তি জুলাই যোদ্ধাদের পাশে থাকবে জানিয়ে হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা আহমেদ আলী কাসেমী বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজ লাগাতে হবে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে আলেমদের অবদান তুলে আনার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কোনো জালেম শক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গণি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। তা হেলায় হারানো যাবে না। যারা জুলাইয়ের সুযোগ নেয়ার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ার করেন তিনি।
সেমিনারে উপস্থিত যুব আলেমদের উদ্দেশ্যে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুব আলেম সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদরাসা মসজিদের বাইরেও রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতি নিয়ে কথা বলতে হবে। বিএনপি ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য সংস্কার না চেয়ে শুধু নির্বাচন চাচ্ছে। ৩১ দফার মুলা আর কেউ গ্রহণ করবে না। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন চাই।
জুলাই আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য উল্লেখ করে যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের দিনে যুবশক্তি ও আলেম সমাজ একসাথে কাজ করবে।
বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, দেশে আবারও আওয়ামী ছায়া দেখা গেলে মানুষ আর চুপ করে থাকবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন: ওয়ার্ক ফ্রম হোম না করে দল সামলান। পেটোয়া বাহিনী সামলান। আপনাদের কর্মকান্ডে আপনাদের জন্য এনসিপির দরজা বন্ধ হয়ে যাবে। তাই বিএনপিকে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
সেমিনারে ইমাম পরিষদের সভাপতি আব্দুল্লাহ ইয়াহিয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মহিউদ্দিন রব্বানী, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, জাতীয় যুবশক্তির আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইনসহ যুব আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষ হয় জুলাই আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে।